ভিআইপিরাই সবচেয়ে বেশি নিয়ম লঙ্ঘন করেন: বাদল

  13-09-2019 05:25PM

পিএনএস ডেস্ক: ভিআইপিরাই সবচেয়ে বেশি নিয়ম লঙ্ঘন করেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত যাত্রী অধিকার দিবস ঘোষণা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন উদ্দীন খান বাদল বলেন, তারা (ভিআইপিরাই) ক্ষমতার দম্ভ দেখান। যাদের ওপর আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আরও বেশি আইন লঙ্ঘন করেন। ঢাকা সিটির ফুটপাত ঠিক করে মানুষের হাঁটার উপযোগী করা জরুরি।

তিনি আরও বলেন, ফুটপাত ঠিক না হওয়ার প্রধান কারণ, এখান থেকে কোনও টাকা ইনকামের রাস্তা নেই।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কর্মী ও টিআইবির চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল।

এসময় আরও উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েত সাকি, পরিবহন নেতা হোসেন আহমদ মজুমদার, যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, সাংবাদিক আবু সাঈদ খান, ফাহমিদুল হক লিটন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন