ছাত্রদলের স্লোগানে স্লোগানে উত্তপ্ত নয়াপল্টন

  14-09-2019 04:43PM

পিএনএস ডেস্ক:বিএনপির আন্দোলন সংগ্রামর ভ্যানগার্ড হিসেবে পরিচিত সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা ছিল আজ শনিবার (১৪ সেপ্টেম্বর), কিন্তু ভোটগ্রহণের মাত্র একদিন আগে হঠাৎ সম্মেলন স্থগিত করে দেয় আদালত। এর প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ করছে ছাত্রদলের নেতাকর্মীরা, তাদের স্লোগানে স্লোগানে উত্তাল নয়াপল্টন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই ছাত্রদলের কাউন্সিলের প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা নয়াপল্টনে এসে জড়ো হয়ে ছাত্রদলের কাউন্সিল স্থগিত হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, সরকার মনে করেছিল ছাত্রদলের কাউন্সিল বাধাগ্রস্ত হলে নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে। কিন্তু এতে দলের নেতাকর্মীদের মনোবল ভাঙেনি বরং ছাত্রদলের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হয়েছে। কাউন্সিল সাময়িক স্থগিত হলেও থেমে থাকবে না।

সভাপতি প্রার্থী হাফিজুর রহমানন বলেন, ‘কাউন্সিল স্থগিত সরকারের ষড়যন্ত্র। এতে করে আমাদের ছাত্রদলের কোনও ক্ষতি হয়নি। বরং আমাদের ঐক্য আরও সুদৃঢ় হয়েছে।’

সভাপতি প্রার্থী মামুন খান বলেন, ‘কাউন্সিল বন্ধের পিছনে একটি অশুভ চক্র রয়েছে। যারা কখনোই গণতান্ত্রিক কোনো কার্যক্রম কোন প্রক্রিয়াকে সাধুবাদ জানায় না, বরং তারা বাধাগ্রস্ত করতে চায়।’

কাউন্সিলের সর্বশেষ বিষয়ে জানতে চাইলে কমিটি গঠন প্রক্রিয়ার সাথে জড়িত আপিল কমিটির প্রধান বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা আদালতে যাচ্ছি। আদালতে ফয়সালা হলে আমরা সিদ্ধান্ত নিবো।’

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী মোস্তাফিজুর রহমান, মশিউর রহমান রনি প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন