রাসূল (সা.)-এর কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি দাবি হেফাজতের

  21-10-2019 12:25PM

পিএনএস ডেস্ক :ভোলার বোরহানউদ্দীনে রবিবার ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রবিবার সন্ধ্যা সাতটায় হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীর পাঠানো বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারবর্গ নিয়ে কটূক্তি ও অবমাননাকারী হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভকে আইনের আওতায় না এনে উল্টো ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে পুলিশ।”

বিবৃতিতে অবিলম্বে রাসূল (সা.) এর কটূক্তিকারী হিন্দু যুবক এবং হামলাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে হেফাজত নেতৃদ্বয় বলেন,“নবি (সা.)-এর অবমাননা আর যাতে না হয়, সেজন্যে সরকারের কাছে নবী (সা.) অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করার জোর দাবি জানাচ্ছি।”

হেফাজত নেতৃদ্বয় বোরহানউদ্দীনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলায় নিহতদের শহীদ ঘোষণা দেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এই শীর্ষ দুই আলেম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন