সময় শেষ, এবার ক্ষমতা ছাড়তে হবে আওয়ামী লীগকে: আলাল

  29-11-2019 06:40PM

পিএনএস ডেস্ক :বাংলাদেশের জন্য আওয়ামী লীগ মাদক-সন্ত্রাসের মতোই ক্ষতিকর মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগ এখন জনগণের শত্রুতে পরিণত হয়েছে। তাদের সময় শেষ, এবার ক্ষমতা ছাড়তে হবে আওয়ামী লীগকে।’

তিনি বলেন, ‘মাদক যেমন মানুষের জন্য, পরিবারের জন্য ক্ষতিকর তেমনই বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে আওয়ামী লীগ।’

আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত মানুষ প্রাপ্য অধিকার পাবে না বলেও মন্তব্য করেন আলাল।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব কৃষিবিদ মরহুম জাবেদ ইকবাল স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ জোর করে এই ১২ বছর ক্ষমতায় থেকে যেভাবে মানুষের শত্রুতে পরিণত হয়েছে তা‌তে এই সরকার আর বেশিদিন ক্ষমতায় থাক‌তে পার‌বে না।’

তিনি বলেন, ‘যে সরকার জোর করে, যেনতেনভাবে ক্ষমতায় থাকে সে সরকার কখনো জনগণের বন্ধু হতে পারে না। আর যে দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে এবং রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিজের সম্পদের পাহাড় গড়ে সেই দল কখনও ক্ষমা পাবে না। আজকে আওয়ামী লীগ সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে।’

বিএন‌পির এই নেতা ব‌লেন, ‘সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদ রাষ্টপতির। সেই রাষ্ট্রপতিকে ইঞ্জিনিয়ারদের নিয়ে আফসোস করে বলতে হয়- ‘নির্মাণকাজে রডের বদলে বাঁশ এবং সিমেন্টের বদলে বালি দেবেন না’। তাহ‌লে ভাবেন, এই বাংলাদেশে আজ কোথায় এসে দাঁড়িয়েছে।’

‌তিনি ব‌লেন, ‘এই সরকার গত মার্চে বিদ্যুতের দাম বাড়িয়েছে। আবার তারা বিদ্যুতের দাম বাড়াবে। বিদ্যুতের দাম বাড়ানোর যে শুনা‌নি হ‌য়ে‌ছে সেই শুনা‌নি‌তে গি‌য়ে একটা বিষয় সবচেয়ে খারাপ লেগেছে, সেটা হ‌লো- যে দিনাজপুরের হাজার হাজার টন কয়লা খেয়ে ফেলেছে সেই দুর্নীতিবাজ আজিজ খানকে শুনানির বিচারকের আসনে বসিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগ।’

আলাল বলেন, ‘আজ মানুষের বিরুদ্ধে এই সরকার, গণতন্ত্রের বিরুদ্ধে এই সরকার। এই সরকারের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ ছিলেন জাবেদ ইকবাল। তার পথ অনুসরণ করে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলে তার প্রতি যথাযথ সম্মান দেখানো হবে।’

এ্যাব’র আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সংগঠনের সদস্য সচিব প্রফেসর ড. জিকে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন