বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আ.লীগ রাজনীতি করে: শিল্পমন্ত্রী

  28-11-2020 08:45PM

পিএনএস ডেস্ক : বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগ রাজনীতি করে উল্লেখ করে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের রাজনীতি করে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। ফলে বেকারত্বের হার হ্রাস পাচ্ছে।

মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার, সাধারণ সম্পাদক ইয়াছমিন আক্তার প্রমুখ।

সম্মেলনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ইশরাত জাহান তামান্না ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আফরুজা সুলতানা রুবি।

এর আগে, মনোহরদীর শুকুন্দিতে ৪০ জন গৃহহীন পরিবারের মধ্যে গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন