ভ্যাকসিন নিয়ে মানুষের মনে সন্দেহ-সংশয় রয়েছে: রিজভী

  20-01-2021 06:07PM

পিএনএস ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, করোনার এই ভ্যাকসিন নিয়ে মানুষের মনে সন্দেহ, সংশয় সব রয়েছে। কারণ যাদের কাছ থেকে আপনারা ভ্যাকসিন নেয়া হচ্ছে- তারা তো আমাদের বিশ্বাসের জায়গাটা হালকা করে ফেলেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘করোনার ভ্যাকসিন ভিআইপিরা আগে পাবেন না’। ভিআইপিদের আগে গরিবদের ওপর প্রয়োগ করে দেখা হবে- তারা বাঁচে না মরে।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভী আহমেদ এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল খালেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন