বেগম জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই : ব্যক্তিগত চিকিৎসক

  03-05-2024 02:23AM

পিএনএস ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কর্মক্ষম করতে প্রয়োজনীয় চিকিৎসা বাংলাদেশে নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২ মে) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, ২৫-২৬ ঘণ্টা চিকিৎসার পর ম্যাডামের শারীরিক অবস্থা বেশ কিছুটা উন্নতি হয়েছে।

তিনি বলেন, ওনার লিভার ও কিডনি রোগের মতো বেশ কিছু জটিল রোগ রয়েছে। লিভার ডিজিজের কারণে ওনার বেশ সমস্যা হচ্ছে। ওনাকে কর্মক্ষম করতে প্রয়োজনীয় চিকিৎসা বাংলাদেশে নেই।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন