আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

  05-12-2016 03:36PM

পিএনএস: দীর্ঘ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার পাঁচদিনের মাথায় যান্ত্রিক ক্রটির কারণে আবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে ।

কারখানার মহা-ব্যবস্থাপক ওমর খৈয়াম জানান, সোমবার সকাল থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি বলেন, রোববার রাত থেকে কারখানার রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনে ক্রটি দেখা দেয়। মেরামতের চেষ্টার পর তা ঠিক না হওয়ায় সকালে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

“উৎপাদন বন্ধের পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। তবে মেরামত শেষে কারখানায় উৎপাদন শুরুতে অন্তত তিন দিন লাগতে পারে।”

এর আগে গ্যাস সরবরাহ বন্ধের কারণে চলতি বছরের ৩ এপ্রিল সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ৩০ নভেম্বর চালু হলেও পাঁচদিনের মাথায় এ বিপর্যয় ঘটল।

কারখানার বন্ধ থাকলে প্রতিদিন এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয় বলে জানান কারখানার এ মহা ব্যবস্থাপক।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন