জিসিসিভুক্ত দেশে সিগারেটের দাম বাড়ছে

  08-01-2017 06:10PM

পিএনএস: জিসিসিভুক্ত ছয় দেশে কয়েক মাসের মধ্যেই সিগারেটসহ বেশ কিছু পণ্যের ওপর কর দ্বিগুন করা হচ্ছে। ফলে এসব পণ্য কিনতে ক্রেতাদের আগের চেয়ে বাড়তি অর্থ খরচ করতে হবে।

জিসিসির ফেডারেশন অব চেম্বারস এর মহাসচিব আবদুল রাহিম আল নাকি জানিয়েছেন, এ বছরের মাঝামাঝি সময় থেকে জিসিসিভুক্ত দেশগুলোতে সিগারেটসহ ৯৩টি পণ্যের ওপর নির্ধারিত করারোপ শুরু হবে এবং ২০১৮ সালের শুরু থেকেই তা জিসিসিভুক্ত সব দেশে কার্যকর হবে।

সৌদি আরবের ২০১৭ অর্থ বছরের ঘোষিত বাজেটে তামাকজাত পণ্য, কোমল পানীয় এবং এনার্জি ড্রিংকস এর ওপর নির্ধারিত করারোপ করা হয়েছে। সৌদির এই সাম্প্রতিক বাজেট বাস্তবায়নের সঙ্গে একমত প্রকাশ করেছে জিসিসিভুক্ত দেশগুলো।

আল নাকি জানিয়েছেন, যেসব পণ্যের ওপর ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো এনার্জি ড্রিংকস, তামাকজাত পণ্য এবং বিলাসবহুল গাড়ি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন