এনবিআরের নতুন সদস্য লুৎফর রহমান

  30-03-2017 06:44PM

পিএনএস: ঢাকা কাস্টম হাউসের কমিশনার মো. লুৎফর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

লুৎফর রহমান এনবিআর সদস্য (শুল্কনীতি), গ্রেড-১ মো. ফরিদ উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারি সচিব দিলিপ কুমার সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এনবিআর সূত্রে জানা যায়, মো. লুৎফর রহমান বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি ২০১৫ সালের ৫ মার্চ থেকে ঢাকা কাস্টমস হাউজ এর কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। মো. ফরিদ উদ্দিন ৩০ মার্চ অবসরে যাচ্ছেন।

সূত্র আরো জানায়, বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) এর ১৯৮২ ব্যাচের নিয়মিত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন ২০১৪ সালের ৩ আগস্ট অতিরিক্ত সচিব থেকে সচিব পদ মর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি পেয়ে কর্মরত ছিলেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন