বেনাপোল ও পেট্টাপোল স্থল বন্দরে আমদানি রফতানি শুরু

  04-09-2017 07:19PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : কুরবারী ঈদের ৩দিন ছুটির পর সোমবার সকাল থেকে বেনাপোল ও পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য কার্য্যক্রম শুরু হয়েছে। বন্দর গোডাউনে পন্য লোড আনলোড করেছে শ্রমিকরা। সকাল থেকে ২শতাধিক পন্যবাহি ট্রাক দু দেশের বন্দর অভ্যান্তরে প্রবেশ করেছে।

বন্দর সড়কের দুপাশে দীর্ঘ ট্রাকের লাইন জমে গেছে। বন্দর ও কাষ্টম কার্য্যক্রম চলছে স্বাভাবিক গতিতে-স্থলবন্দর বেনাপোল (উপ পরিচালক) প্রশাসন রেজাউল করিম জানান, ৩দিন বন্ধের পর সকাল থেকেই শুরু হয়েছে আমদানি রফতানি। রাত দিন চলবে কাজ। দিন দিন বাড়ছে আমদানি রফতানি-ফলে সুবিধা পাচ্ছেন ব্যাবসায়িরা। ব্যাবসায়িদের সার্বিক সমহযোগিতা করছেন তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন