ইন্দোনেশিয়া থেকে গ্যাস কিনছে বাংলাদেশ

  19-01-2018 11:38AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। বুধবার দেশটির জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপমন্ত্রী আরচন্দ্র তাহার এই তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশীয় গণমাধ্যম জাকার্তা পোস্ট জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দুটি দেশ- পাকিস্তান ও বাংলাদেশে ৬০০ কোটি ডলারের গ্যাস রপ্তানির পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া।

আরচন্দ্র জানান, শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ‘জোকোউই’ উইদোদো। তখনই এলএনজি রপ্তানি বিষয়ে আলোচনা করবে দুই দেশ।

আরচন্দ্র বলেন, ‘সফরের সময়ই গ্যাস বিক্রির বিষয়ে চুক্তি চূড়ান্ত হবে। বিষয়টি এখনো মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে।’ বছরে এক থেকে দেড় মিলিয়ন টন গ্যাস রপ্তানি করা হবে বলেও জানান তিনি।

এক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাকিস্তান এলএনজি লিমিটেডের সঙ্গে কাজ করবে ইন্দোনেশীয় প্রতিষ্ঠান পার্তামিনা। দেশটির সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের ১০ বছরের চুক্তি হবে বলে জানিয়েছে জাকার্তা পোস্ট।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন