রাবিতে র‌্যাগ ডে’র নামে ‘অশ্লীলতা’

  01-01-2017 07:45AM



পিএনএস ডেস্ক : সাদা টি-শার্ট। টি শার্টের ওপর নানা রঙের ছোড়াছুড়িতে ভিন্ন রঙ ধারণ করা। শার্টের ওপর প্রিয় বন্ধু-বান্ধবদের স্মরণে ইচ্ছামতো লেখালেখি। ক্যাম্পাসজুড়ে দাপিয়ে বেড়ানো। গানের তালে একসঙ্গে নাচা। খাওয়া-দাওয়া আর নিজেদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব মূলত বর্তমান সময়ে র্যাগ ডে’র উপজীব্য বিষয়।
কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ র‌্যাগ ডের নামে টি-শার্টের গায়ে নানা ধরনের আপত্তিকর বাক্য বা শব্দ চয়নের ফলে এর প্রতি ‘অশ্লীলতার’ অভিযোগ উঠেছে। টি-শার্টে খোলামেলাভাবে এ আপত্তিকর শব্দ লেখালেখি বিকৃত মানসিকতার পরিচায়ক বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শ্রেণি।

সরেজমিনে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের র‌্যাগ ডে অনুষ্ঠানে নাচে-গানে ক্যাম্পাস মাতিয়ে বেড়ান শিক্ষার্থীরা। তাদের গায়ে থাকা টি-শার্টে বিভিন্ন ধরনের আপত্তিকর বাক্য-শব্দচয়ন দেখা যায়।
এছাড়া মেয়েদের বাজারি করে তোলার নানা বাক্য তাদের টি-শার্টে লেখা দেখা যায়। যেমন ‘এক রাতের জন্য ১৯০ টাকা, দুই টাকা’। আপত্তিকর এসব লেখালেখির অধিকাংশ যৌন সুড়সুড়িদায়ক।
বিশ্ববিদ্যালয়ের সুশীল শ্রেণি মনে করছে, র‌্যাগ ডে মূলত কাছের মানুষগুলোকে আরও বেশিদিন মনে রাখার একটা উপলক্ষ। এতে যেমন আছে আনন্দ, তেমনি এর মধ্যে অন্তর্নিহিত আছে বিদায়ের করুণ সুর। তাই এ বিশেষ দিনটাকে বিকৃত করে উদযাপনের কোনো সুযোগ নেই।
বর্তমান সময়ে শুধু বিশ্ববিদ্যালয়ে নয় কলেজ ছাড়িয়ে তা এসে পৌঁছেছে স্কুল পর্যায়েও। নগর-মহানগর ছাড়িয়ে পাশ্চাত্য থেকে আসা এ সংস্কৃতি এখন পৌঁছে গেছে গ্রামাঞ্চলেও। শিক্ষাজীবনের সমাপ্তি লগ্নে বিদায়ের দিনে চোখের জলের পরিবর্তে আনন্দ-উল্লাস করাকে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বলে মনে করছেন সুশীল শ্রেণি।
তবে আইন বিভাগের শিক্ষার্থীদের এ র‌্যাগ ডে পালনকে মোটেও আপত্তিকর বা ‘অশ্লীল’ বলতে রাজি নয় ওই বর্ষের শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের কাছে মনে হচ্ছে, এটা অশ্লীল কোনো বিষয় না। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা যেটা মনে করছি, সেটি করছি।
এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, র‌্যাগ ডে’কে এরকম অশ্লীলতার মাধ্যমে তুলে ধরা খুবই দুঃখজনক। আমাদের শিক্ষার্থীরা এ ধরনের অনুষ্ঠান করবে জানা ছিল না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, আমার কাছে কেউ র্যাগ ডে করার অনুমতি নেয়নি। আমি কিছু জানি না।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন