রাসুল (সা:) কে নিয়ে জাবি ছাত্রলীগ নেতার আপত্তিকর মন্তব্য

  25-05-2017 12:18PM

পিএনএস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা। এ নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছে নিন্দার ঝড়। শাস্তির দাবি করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২৫ মে) সকাল ১০টার দিকে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক পল্লব আহমেদ তার ফেসবুকে রাসুল (সা:)কে ধর্মীয় জঙ্গিবাদের আবিষ্কারক বলে উল্লেখ করে স্টাটাস দেন। অভিযুক্ত পল্লব বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৪০তম ব্যাচের ছাত্র।

খোঁজ নিয়ে জানা যায়, মাদকাসক্ত পল্লব আহমেদ মওলানা ভাসানী হলে আবাসিক শিক্ষার্থী ছিলেন। পরে তাকে মদ, গাজা ও হেরোইন খাওয়ার দায়ে হল থেকে বের করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পল্লব শহীদ সালাম-বরকত হলে আশ্রয় নেয়।

পল্লব ফেসবুকে এক স্টাটাসে উল্লেখ করেন, ‘ধর্মীয় জঙ্গিবাদের আবিষ্কারক তথাকথিত মহানবী, শেষনবী/রাসূল হযরত মোহাম্মদ। ব্যাখ্যা পরবর্তী সংস্করণে।’

এদিকে ফেসবুকে রাসুল (সা:)কে নিয়ে এমন ধৃষ্টতা দেখানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

শামসুল আলম দুলাল নামে এক শিক্ষার্থী অভিযুক্ত পল্লব আহমেদের স্টাটাসে কমেন্টস করে লিখেছেন, ‘তথাকথিত মহানবী এর মানে কি? আগে নিজের জন্ম পরিচয় জেনে এমন কথা বলবে...।’

সারোয়ার হোসেন লিখেছেন, ‘পাগলামি বাদদে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা, তোকে ধিক্কার জানাই। তুই একজন গাঁজা খোর, তুই ক্যাম্পাসে কতো লোকের চর-থাপ্পড় খেয়েছিস তার কোন ইয়ত্তা নেই। পাগল। ’

রিয়াজ হাসান লিখেছেন, ‘কেউ ওর নামে ধর্ম অবমাননার মামলা করেন।’

এম রহমান নিল লিখেছেন, ‘লাইমলাইটে আসার জন্য এই রাস্তাটা না ধরলেও পারতে। সেম।’

রাকিবুল ইসলাম লিখেছেন, ‘নব্য নাস্তিকের জাহাঙ্গীরনগর ভার্সন। গরমে মাথা আউলাইয়া না থাকলে এই পোস্টটি সরিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

নোমান সিদ্দিক জীবন লিখেছেন, ‘মহানবী যদি তথাকথিত হয় তাহলে আপনি কি? আর দ্রুত ব্যাখ্যা দিন কিভাবে তিনি ধর্মীয় জঙ্গিবাদের আবিষ্কারক হলেন...ইসলাম তো সন্ত্রাসবাদকে সাপোর্টই করে না, সর্বদা এটির বিরুদ্ধে..তবে কেউ যদি ইসলাম মানেই জঙ্গিবাদ বা অন্যকিছু ভাবে সে আস্ত বোকা ছাড়া কিছুই নয়।’

শেখ সাব্বির লিখেছেন, ‘ক্যাম্পাসের বড় ভাই তাই গালি দিলাম না, মহানবী (সা:)কে নিয়ে বাজে কথা বললে বড় ভাইয়ের সম্মান টুকু হারাবেন। তাঁকে নিয়ে কথা বলার আগে, তার সম্পর্কে ভালোভাবে জানুন। অল্প বিদ্যা ভয়ংকর।’

আহসান হাবীব মেরাজ লিখেছেন, ভা‘ই তোমার জন্য পাবনা হেমায়েতপুরের মেন্টাল হাসপাতালে একটা সিট রেডি করা আছে। দেরি না করে চলে যাও, ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে আস।’

এদিকে এসব মন্তব্যের উত্তরে ছাত্রলীগের এ সাবেক নেতা পল্লব বলেন, ‘বলছি যখন উত্তর অবশ্যই দেবো। ব্যক্তিগত কাজে সামান্য ব্যস্ত থাকায় আজ সম্ভব হচ্ছে না। জুম্মার নামাযে যাওয়ার আগে সবাই উত্তর পেয়ে যাবেন আশা করি। কোন প্রকার ইন্টিমিডেশন কখনো কোন কাজ করা থেকে বিরত রাখতে পারেনি, পারবে ও না। ধন্যবাদ।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন