সাপের কামড়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

  22-09-2017 08:07PM

পিএনএস : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিমু ইসলাম (২১) নামে শিক্ষার্থীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। শিমু জবির বাংলা বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের (৩য় ব্যাচের) শিক্ষার্থী ছিল।

টাঙ্গাইলের গ্রামের বাড়িতে শিমু সাপের কামড়ের শিকার হন।পরিবারের সদস্যরা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিমু তার বাড়িতে ফোনে কথা বলছিল। এসময় তাকে সাপ কামড় দিলে তার চিৎকারে আত্মীয়স্বজনরা ছুটে আসেন। পরে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় কিন্তু সাপে কাটার ভ্যাকসিন না থাকায় রাত একটার দিকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শিমুকে ভ্যাকসিন দেয়া হয়। কিন্তু পরে চিকিৎসক জানান, শিশু না ফেরার দেশে চলে গেছে।

শিমু ৩৬ তম বিসিএস ভাইভা দিয়েছিলেন এবং ৩৭ তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।তার এমন অকাল মৃত্যুতে পরিবারের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন