জাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ার নির্দেশ

  05-11-2019 03:16PM


পিএনএস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ।

মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিতত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।

এর আগে দুপুর ১২টার দিকে দুর্নীতির অভিযোগে উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন