তাপপ্রবাহ, অনলাইন ক্লাসের সিদ্ধান্ত ঢাবির

  21-04-2024 02:48PM



পিএনএস ডেস্ক: চলমান তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে উদ্যোগ হচ্ছে।

তাপদাহে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে পরীক্ষাগুলো শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার এ তথ্য নিশ্চিত করে বলেন, 'উপাচার্যের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তীব্র তাপপ্রবাহের কারণে অনলাইন ক্লাস চলবে। এসময়ে আবাসিক হল খোলা থাকবে।'

সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে আজ রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন