মোজাম্বিকে শ্বাসরোধে বাংলাদেশি যুবককে হত্যা

  16-11-2020 03:03AM

পিএনএস ডেস্ক : আফ্রিকার দেশ মোজাম্বিকে মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে মিজানুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

রোববার (১৫ নভেম্বর) দেশটির নামপুলা প্রদেশের সালাওয়া নামক এলাকায় মুখে পলিথিন পেচানো অবস্থায় মিজানুরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি ওই এলাকায় ব্যবসা করে আসছিলেন।

সেখানকার প্রবাসী বাংলাদেশিরা জানান, মিজানুর রহমান সালাওয়া এলাকায় ভাড়া বাসায় একা থাকতেন। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে কোনো এক সময় সংঘবদ্ধ ডাকাত দল তার বাসায় হানা দিয়ে টাকা-পয়সা মালমাল লুট করে। পরে হাত-পা বেঁধে মুখে পলিথিন পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

পাঁচ বছর আগে মোজাম্বিক যান মিজানুর রহমান। বিভিন্ন দোকানে চাকরি করে গত একবছর ধরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।

এদিকে মোজাম্বিকে মুহাম্মদ রশিদ (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি অপহরণ হওয়ার পর ১১ নভেম্বর ভোরে দুই কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান। তাকে গত ৩ নভেম্বর দেশটির মনিকা প্রদেশের চিমোইও এলাকা থেকে গাড়ি তুলে নিয়ে যায় কৃষ্ণাঙ্গদের একটি দল।

মোহাম্মদ রশিদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে। তিনি মনিকা প্রদেশের চিমোইও এলাকায় ব্যবসা করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন