পুরনো টিভিকেই বাদ্যযন্ত্রে রূপ দিয়েছেন এই জাপানি

  24-10-2016 11:34PM

পিএনএস: পুরনো টিভিও যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে চমত্কার কাজে লাগানো যেতে পারে, ভেবে দেখেছেন কখনও? না ভাবাটাই স্বাভাবিক। কিন্তু আই ওয়াদা মানুষটি যে খ্যাত এ কারণেই। যে কোনও পুরনো ইলেক্ট্রনিক যন্ত্রপাতি বা গ্যাজেটকে বাদ্যযন্ত্রে বদলে ফেলাই নেশা জাপানি এই যুবকের। এই আজব খেয়ালই খ্যাতি এনে দিয়েছে আই ওয়াদাকে।

এ বার তিনি টেলিভিশনের পুরনো 'ক্যাথোড রে টিউব' বা CRT টিভিকে বদলে ফেলেছেন বাদ্যযন্ত্রে। সুরমূর্চ্ছনা সৃষ্টিতে অদ্ভূত ভাবে কাজে লাগিয়েছেন টিভি স্ক্রিনের ক্যাপাসিটিভ এফেক্টকে।
সম্প্রতি জাপানের কেনপোকু আর্ট ফেস্টিভ্যালে তাঁর এই বাদ্যযন্ত্র শুনে আপ্লুত দর্শক-শ্রোতা।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন