চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত হলেন মিথিলা

  06-12-2016 07:22PM

পিএনএস: দর্শকপ্রিয় অভিনেত্রী ও মডেল মিথিলা ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ পদকে ভূষিত হয়েছেন। ‘ব্র্যাক ইউনিভার্সিটি’ থেকে দ্বিতীয়বারের মতো তিনি ‘শিশুর প্রারম্ভিক বিকাশ’ অর্থাৎ Early Childhood Development বিষয়ে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করায় এবং পুরো ব্র্যাক ইউনিভার্সিটিতে সবার মধ্যে সর্বোচ্চ নম্বর CGPA-4.00 পাওয়ায় এ পদকে ভূষিত হয়েছেন তিনি।

সোমবার বিকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির একটি হলে ইউনিভার্সিটির ১১তম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ পরিয়ে দেন এবং তার হাতে সার্টিফিকেট তুলে দেন।

এ প্রাপ্তি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘বাবা-মা, আমার চাকরিক্ষেত্রের সহকর্মী এবং আমি যাদের সঙ্গে পড়াশোনা করেছি এ বিষয়ে সবাই সহযোগিতা করেছেন। সর্বোপরি আমি একজন মা। যে কারণে শিশুর প্রারম্ভিক বিকাশ বিষয়টি নিয়ে পড়াশোনা করতে আমি আগ্রহী হই এবং উপভোগও করি।’

এর আগে মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন