নায়িকার সন্ধানে ফেরদৌস

  23-02-2017 11:54PM

পিএনএস ডেস্ক: নির্মাণ হতে যাচ্ছে ‘চট্টলা এক্সপ্রেস’ নামে পূর্ণদৈর্ঘ্য একটি বাংলা ছায়াছবি। ছবিটিতে নায়ক হিসেবে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। ছবিটির কাহিনি ও এটি পরিচালনা করেছেন রফিকুল আনোয়ার রাসেল। ছবির জন্য নায়িকার খোঁজে বন্দরনগরী চট্টগ্রামে এসেছেন নায়ক।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর আগ্রাবাদ হোটেলের ক্রিস্টাল বলরুমে মতবিনিময় সভার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। যেই ছবিতে তিনি নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করবেন। আর ট্যালেন্ট হান্ট অডিশনের মাধ্যমে নায়িকাসহ অন্যান্য চরিত্রে অভিনয়ের জন্য আর্টিস্ট নেয়া হবে।

ফেরদৌস আহমেদ বলেন, ‘নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এটি হবে মূলত চট্টগ্রামভিত্তিক একটি ছবি। আমি নায়ক বাদে আর বাকি সবই হবে এখানকার। খুবই সম্মান বোধ করছি কুমিল্লার ছেলে হলেও চট্টগ্রামবাসী আমাকে তাদের ঘরের মানুষ ভেবেছে। এ ছবিটিতে আমাকে তারা নায়ক হিসেবে রেখেছে।’

তিনি আরো বলেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে ছবিটির। এখন চলছে নায়িকা ও শিল্পী বাছাইয়ের অপেক্ষা। চট্টগ্রামের ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতা ও দর্শনীয় স্থানকে প্রাধান্য দিয়েই চলচ্চিত্রের জন্য ৩টি গল্প বাছাই করা হয়েছে। প্রাথমিকভাবে যে গল্পটি নির্বাচন করা হয়েছে তার নাম রাখা হয়েছে ‘চট্টলা এক্সপ্রেস’।’

ফেরদৌস আরও জানান, চলতি বছরের মাঝামাঝি শুরু হবে ‘চট্টলা এক্সপ্রেস’ ছবির শুটিং।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন