নিউইয়র্কে একই মঞ্চে গাইলেন বাংলার কিংবদন্তী দুই শিল্পী

  17-10-2017 02:06AM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবারও এক মঞ্চে গান গাইলেন বাংলাদেশের দুই জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা ইয়র্ক কলেজের অডিটরিয়ামে প্রায় তিন ঘণ্টাব্যাপী সঙ্গীত পরিবেশন করে দর্শকদের উল্লাসে মাতান এই দুই শিল্পী

নিউইয়র্কের শো’টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত এই লাইভ কনসার্টে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এর আগে, ২০১৬ সালের মে মাসে একইস্থানে এই দুই কিংবদন্তি শিল্পীকে এক মঞ্চে হাজির করেছিল শো'টাইম মিউজিক এন্ড প্লে'ই।

এদিন, প্রথমে মঞ্চে আসেন সাবিনা ইয়াসমিন। রাত ৮টা থেকে প্রায় দেড় ঘণ্টা তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন রুনা লায়লা। বাংলা গানের পাশাপাশি তিনি নিজের জনপ্রিয় কয়েকটি উর্দু গান পরিবেশন করেন। তবে গত বছর এক মঞ্চে দাঁড়িয়ে দু'জন একসঙ্গে গান পরিবেশন করলেও এবার কোনো গান করেননি তারা।


অনুষ্ঠানের আয়োজক শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান বলেন, যতবার তিনি সুযোগ পাবেন কিংবদন্তী এই দুই গুণী শিল্পীকে নিয়ে তিনি অনুষ্ঠান করে যাবেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন