বাংলাদেশি চ্যানেলে আজ জনপ্রিয় সিরিজ ‘আদালত’

  26-11-2019 07:26PM

পিএনএস ডেস্ক : ভারতের সনি টিভির তুমুল জনপ্রিয় কোট ড্রামা ও থ্রিলার ভিক্তিক ধারাবাহিক ‘আদালত’। সেখানেই উকিল চরিত্রে কে ডি পাঠক প্রতি পর্বে হাজির হন দারুণ সব গল্প নিয়ে। হিন্দিতে শুটিং হওয়া এই সিরিজটি প্রচার হয় ভারতের সনি বাংলা ভার্সনের চ্যানেলেও। সেই সুবাদে বাংলাদেশেও দারুণ জনপ্রিয় ‘আদালত’ ও কে ডি পাঠক চরিত্রে রণিত রয়।

তবে এবার ‘আদালত’ আর বিদেশি নয়, ‘আদালত’ প্রচার হবে দেশীয় চ্যানেল একুশে টিভিতে।

আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে এম কে প্রোডাকশনের ব্যনারে প্রচার হবে নতুন মেধা ধারাবাহিক ‘আদালত’। আশরাফ উল ইসলাম পিপিএম অভিনীত ও পরিচালিত ধারাবাহিকটিও পর্ব পরিচালনা করছেন হাবিব শাকিল।

আশরাফ উল ইসলাম পিপিএম তার ‘আদালত’ নিয়ে বলেন, ‘উকালতি আমার পেশা হলেও সত্য আবিস্কার করা হচ্ছে আমার নেশা। আমি রহস্য ভালোবাসি রহস্য টাকার চাইতেও অনেক দামি জিনিস আমার কাছে। এমন কিছু স্লোগান নিয়ে কাজ করছি আদালতে।

আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি ‘আদালত’ হবে বাংলাদেশের নাম্বার ওয়ান মেগা ফ্রিলার সিরিয়াল।’

প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিনে একুশে টিভির পর্দায় দেখা যাবে ‘আদালত’।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন