প্যাথলজি টেষ্ট : টয়লেটে মূত্রত্যাগ করলেই হয়ে যাবে পরীক্ষা

  26-04-2024 12:15PM



পিএনএস ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় পাবলিক টয়লেটের ধারণা। সারাবিশ্বেই নানা প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের অন্যতম ভরসার স্থল হলো পাবলিক টয়লেট। তবে এ সেবায় নতুন মাত্রা যোগ করতে চলেছে চীন।

দেশটিতে পাবলিক টয়লেটে মূত্রত্যাগ করলেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পরীক্ষা। সোমবার (২২ এপ্রিল) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে জনগণের জন্য উন্নত পাবলিক টয়লেট চালু হয়েছে। চীনের বেইজিং ও সাংহাইয়ের মতো শহরে এ সেবা পাওয়া যাবে। এসব পাবলিক টয়লেটে খুব সহজেই স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতি চালু হয়েছে। মূত্রত্যাগের পর স্বয়ংক্রিয় হয়ে যাবে এ পরীক্ষা।

পাবলিক টয়লেটে এমন সেবার জন্য খরচ করতে হবে বাড়তি অর্থ। এজন্য প্রত্যেক সেবাগ্রহীতাকে ২০ ইউয়ান খরচ করতে হবে। এর ফলে নিশ্চিত হয়ে যাবে নিজের শারীরিক অবস্থা।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, পাবলিক টয়লেটে মূত্রত্যাগের মাধ্যমে শারীরিক অবস্থার বিষয়ে জানা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সম্প্রতি সাংহাইভিত্তিক ডকুমেন্টারি পরিচালক ক্রিস্টিয়ান পিটারসেন-ক্লসেন এ ধরনের পাবলিক টয়লেটের ছবি এক্সে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেন, ২০ ইউয়ানের বিনিময়ে একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক টয়লেটে বিনামূল্য মূত্র পরীক্ষার সুযোগ দিচ্ছে।

তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি অনেক সহজ। উইচ্যাটের মতো অনলাইনে অর্থ পরিশোধ করে এ শৌচাগারে যেতে হয়। সেখানে মূত্রত্যাগ করার পর পরীক্ষার ফলও পাওয়া যায়। এ পরীক্ষায় উন্নত প্রযুক্তির বিশেষ যন্ত্র ব্যবহৃত হয় বলেও জানান তিনি।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন