ডিজে পার্টিতে ডাকলে আসবেন জানি, গাছ লাগানোর উদ্যোগে আসলে জানাবেন

  21-04-2024 11:15PM

পিএনএস ডেস্ক : একটা ডিজে পার্টিতে ডাকলে অনেকেই আসবেন জানি, গাছ লাগানোর উদ্যোগে আসলে জানাবেন।

এই অসহনীয় তাপমাত্রা কোন আকস্মিক বিষয় নয় বরং গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব। এটির বৃদ্ধি প্রাথমিকভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বন উজাড়ের মতো আমাদের কার্যকলাপের কারণে ঘটে। এর পরিণতির মধ্যে রয়েছে ক্রমবর্ধমান তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং আরও ঘন ঘন চরম আবহাওয়ার ঘটনা।

পরিচ্ছন্ন শক্তি ব্যবহার করে, আরও গাছ লাগানো এবং বর্জ্য কমানোর মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারি। আসুন আমরা পৃথকভাবে কমপক্ষে ১০ টি গাছ লাগানোর চেষ্টা করি। যে কেউ এই উদ্যোগে আমার সাথে যোগ দিতে চান আমাকে জানান!

লেখক: মডেল, উপস্থাপিকা ও আইনজীবী

(ফেসবুক থেকে সংগৃহীত)

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন