পুত্র নাকি কন্যা সন্তান, গর্ভবতীর রক্তচাপেই জানা যাবে!

  14-01-2017 01:51PM

পিএনএস ডেস্ক:গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, সেটা জানা যাবে গর্ভবতী নারীর রক্তচাপ থেকেই! এমনটাই জানাচ্ছেন কানাডার একদল গবেষক। কানাডার মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসক ও এই গবেষক দলের প্রধান ডক্টর রবি রত্নাকরন জানিয়েছেন, যদি গর্ভবতী নারীর রক্তচাপ প্রসবের আগে কম থাকে, তাহলে সাধারণত, সেই নারী কন্যাসন্তান প্রসব করেন। আর নারীর রক্তচাপ যদি বেশি থাকে, তাহলে পুত্রসন্তানের জন্ম হয়।

রবি রত্নাকরন বলেছেন, ‘গর্ভবতী নারীর প্রসবের আগের রক্তচাপের ওঠানামা অনেককিছুই নির্দেশ করে। আমরা দীর্ঘদিন ধরে পরীক্ষা করে দেখেছি যে, যদি প্রসবের আগে গর্ভবতী নারীর রক্তচাপ বেশ কমে যায়, তাহলে তিনি কন্যা সন্তানের জন্ম দিচ্ছেন। আর যদি কোনো গর্ভবতী নারীর রক্তচাপ অনেকটাই বেড়ে যায়, তাহলে তিনি পুত্র সন্তানের জন্ম দিচ্ছেন।’ ২০০৯ থেকে প্রায় গত সাত বছর ধরে প্রায় ৪০০০ গর্ভবতী নারীর উপর পরীক্ষা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন