ডেঙ্গুর ভয়াবহতা: বেশিরভাগ মৃত্যু হচ্ছে শক সিনড্রোমে
10-10-2024 11:38PM
পিএনএস ডেস্ক: ডেঙ্গু জ্বরের আক্রান্ত রোগীদের বেশিরভাগই শক সিনড্রোম উপসর্গ দেখা দিচ্ছে। শক সিনড্রোম হলে রোগীর শরীরে অতি দ্রুত রক্তচাপ ও রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যায়। শরীরে তরল ব্যবস্থাপনার (ফ্লুইড ম্যানেজমেন্ট) জটিলতা দেখা যায়। পানিশূন্যতা তৈরি হয়। এ কারণে অনেকে অচেতন হয়ে পড়েন। পরিস্থিতি বেশি জটিল হওয়ায় অনেকের মৃত্যু পর্যন্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু শক সিনড্রোম ও হেমোরজিক ফিবার দুই ধরনের সমস্যা নিয়ে রোগী আসছে। গত বছরের মতো এবার শক সিনড্রোমের রোগী বেশি মনে হচ্ছে। বেশিরভাগ শক ...বিস্তারিত