সন্তান জন্মানোর কতদিন বাদে সহবাস করা নিরাপদ?

  07-09-2017 09:07PM

পিএনএস ডেস্ক : সন্তান প্রসবের পর পর সহবাস করার অনুমতি দেন না চিকিৎসকরা। বিশেষ করে প্রথমবার সন্তান জন্ম দেওয়া মায়েদের এ ব্যাপারে অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন। এই বিষয়ে সম্প্রতি বিজেওজি নামে একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন,
স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মত, সন্তান প্রসবের পর অন্ততপক্ষে ৬ সপ্তাহ ‘সেক্স’ করা উচিত না। কিন্তু কেন, তাও বিস্তারিত জানিয়েছেন তাঁরা..
চিকিত্সকদের মতে, সন্তান প্রসবের সময় যৌনাঙ্গের নালীর টিশু ছিন্নভিন্ন হয়ে যায়। সেই ক্ষত সারতে সময় লাগে। অন্য দিকে সার্জারি হলে, তলপেটের ক্ষত সারতে চায় না। নর্মাল ডেলিভারি ক্ষেত্রে বেশ কয়েকটা সপ্তাহ বিরতি প্রয়োজন। তার পর নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করতে পারেন। ৬ সপ্তাহ পর থেকে যৌনাঙ্গ ও তলপেটের ক্ষত সারতে থাকে। মায়ের শারীরিক অবস্থাও মাথায় রাখা দরকার। সন্তান জন্মানোর পর বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।

এই সময় যে বিষয়গুলো মাথায় রাখার কথা বলছেন, তা হল

সেক্স করা যাবে ৬ সপ্তাহ পর থেকেই। তাও যদি প্রসবের সময় কোনও ধরনের জটিলতা না থাকে। না হলে অপেক্ষা করতে হবে আরও ৩ মাস।
শুরুর প্রথম কয়েক সপ্তাহ প্রতিদিন সেক্স করা উচিত নয়।

সপ্তাহে ১-২বারই যথেষ্ট। মনে রাখবেন, যৌনাঙ্গের নালী ও তলপেটের ক্ষত সেরে গেলেও, জরায়ুর ক্ষত সারতে সময় দেওয়া প্রয়োজন।

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন