পুরুষদের জন্যে বাজারে গর্ভনিরোধক ওষুধ! জানুন কি কাজে লাগবে?

  04-10-2017 02:36PM

পিএনএস ডেস্ক : মহিলাদের মা হওয়া থেকে বিরত রাখার জন্য একমাত্র কন্ডোমই ভরসা পুরুষের৷ কিন্তু তা সবসময় ব্যবহার করতে পছন্দ করেন না অনেক পুরুষ৷ কন্ডোম ব্যবহার না করেও গর্ভধারনকে রুখতে মহিলাদের খেতে হয় গর্ভনিরোধক ওষুধ৷ কিন্তু অত্যাধিক এই ধরণের ওষুধ পরবর্তীকালে সমস্যা ঘটায় গর্ভধারণে৷ তবে চিন্তার কারণ নেই৷ এবার আরও একটি নয়া পণ্থা আসতে চলেছে বাজারে৷ পুরুষদের জন্যও আসছে গর্ভনিরোধক ওষুধ৷

এই নতুন গর্ভনিরোধক ওষুধের হদিশ দিয়েছেন অ্যারন হ্যামলিন৷ তিনি জানিয়েছেন এই ওষুধটি পুরুষ শরীরে প্রবেশ করে শুক্রানু আসার পথকে বন্ধ করে দেবে৷ তবে অন্যান্য ফ্লুইড বেরোনর পথ খোলা থাকবে৷ ফলে পুরুষের যৌন তৃপ্তিতে কোনও বাধা থাকবে না৷ ওষুধ না নিয়ে ইঞ্জেকশনও নেওয়া যাবে৷ একবার ইঞ্জেকশন নিলে এক বছরের জন্য নিশ্চিন্ত থাকা যাবে৷

মেডিক্যাল রিসার্চ অর্গানাইজেশন পারফরমান্স ফাউন্ডেশন জানিয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল (FDA) এর প্রথম দফায় ছাড়পত্র মিলেছে৷ আশা করা যাচ্ছে ২০১৮ থেকে ২০২০-র মধ্যে এই ওষুধ মার্কিন বাজারে চলে আসবে৷

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন