নাক দিয়ে রক্ত পড়ে কেন

  13-01-2019 02:47PM

পিএনএস ডেস্ক : নাক দিয়ে রক্ত পড়ার ৮০ থেকে ৯০ ভাগ ক্ষেত্রে আসলে কারণই খুঁজে পাওয়া যায় না। তবে যেটুকু খুঁজে পাওয়া যায়, তার কারণ অনেক।

অনেকে নাকে আঙুল দিয়ে নাক খোঁটা, রক্তচাপ বেড়ে গেলে, লিউকোমিয়া, ডেঙ্গু জ্বরে আক্রান্তসহ বিভিন্ন সিস্টেমিক রোগের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।

নাক দিয়ে রক্ত পড়লে রোগীর উচ্চ রক্তচাপ আছে কি-না তা দেখা হয়। নাক ভালোভাবে পরীক্ষা করা হয়। রোগীর নাকের মাঝখানে যে দেয়ালটা আছে, সেটিতে কোনো ক্ষত আছে কি-না তা দেখা হয়। নাকের ভেতরে অস্বাভাবিক বেড়ে থাকলে এ ধরনের সমস্যা হতে পারে। নাকের পেছনে যে ন্যাজোফ্যারিংস থাকে, সেই জায়গাও ভালো করে দেখে নিতে হয়। এসব পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে রোগ শনাক্ত করা যায়। এরপর চিকিৎসা শুরু করা হয়।

তাই নাক দিয়ে রক্ত পড়লে শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। চিকিৎসা নিন, ভালো থাকুন।

পিএসএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন