ইফতারে খান তরমুজের মিল্কশেক

  02-06-2019 04:58PM

পিএনএস ডেস্ক :রোজার মাসে গরম যেন লাগাম ছাড়া। এই গরমে তৈরি হতে পারে পানিশূন্যতার। ইফতারে এ জন্য পানিসহ অন্যান্য তরল খাবার খাওয়া দরকার। এক্ষেত্রে তরমুজের মিল্কশেক হতে পারে উত্তম এক পানীয়।

যা যা লাগবে: কিউব করে কাটা বীজ ছাড়া তরমুজ, এক কাপের এক চতুর্থাংশ কসডেন্সড মিল্ক, দেড় কাপ পানি, আধা চামচ ভ্যানিলা এসেন্স , বরফ কুচি।

যেভাবে বানাবেন: সবগুলো উপাদান ব্লেন্ডারে নিয়ে ভাল করে ব্লেন্ড করুন। এরপর এতে বরফ কুচি যোগ করুন। তৈরি হয়ে গেলো মজাদার তরমুজের মিল্কশেক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন