মুম্বাইয়ের মাজারে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  24-10-2016 05:03PM

পিএনএস ডেস্ক : ভারতের মুম্বাইয়ে বিখ্যাত হাজি আলী দরগাহ মাজারে নারীদের প্রবেশে আর কোনো বাধা থাকলো না। মাজারের পরিচালনা পর্ষদ সুপ্রিম কোর্টকে বলেছেন, মাজারে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারে হাইকোর্টের দেয়া রায় তারা মেনে নেবেন।

২০১১ সালে মাজারের পরিচালনা পর্ষদ নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। চলতি বছরের আগস্টে নারীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বাতিল করেন মুম্বাই হাইকোর্ট। সোমবার মাজার কর্তৃপক্ষ রায় মেনে নেয়ার ঘোষণা দিয়েছে। ফলে মাজারটিতে নারীদের প্রবেশে আর কোনো বাধা নেই।

দেশটির নারী অধিকার কর্মীরা মাজারের এমন পদক্ষেপকে বড় অর্জন হিসেবে মন্তব্য করেছেন। ভারতীয় মুসলিম নারী আন্দোলনের কর্মী জাকিয়া সোমান বলেন, আদালত আমাদের পাশে ছিলেন; এজন্য আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ। পুরুষ নিয়ন্ত্রিত ধর্মীয় উপাসনালয়ে পুরুষতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের সময় আমরা আদালতকে পাশে পেয়েছি, এটি আমাদের বড় অর্জন।

২০১১ সালে পরিচালনা পর্ষদ জানিয়েছিল, নারীদের মাজারে প্রবেশ ইসলামসম্মত নয়। মাজার কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে মুম্বাইয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ভারতীয় মুসলিম নারী আন্দোলন নামের একটি সংস্থা আদালতের দ্বারস্থ হয়। পরে আদালত মাজার কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিল করে দেয়।

মুম্বাইয়ের এই বিখ্যাত মাজারে শুধু মুসলিম নারী-পুরুষরাই নন; দেশটির হিন্দু নাগরিকরাও দেখতে যান।

সূত্র : বিবিসি, আলজাজিরা।
পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন