আজব! যুবতীর গলায় সাপ দেখেই পূজা শুরু

  26-10-2016 09:05PM

পিএনএস, ডেস্ক : এ যুগেও ভারতে কুসংস্কার কোন পর্যায়ে রয়েছে তা এই ঘটনা দেখলে উপলব্ধি করা যায়। প্রায় তিনঘণ্টা ধরে এক যুবতির গলায় জড়িয়ে থাকল সাপ।

সেই সাপের কবল থেকে খুশবু নামের যুবতিকে রক্ষা করার পরিবর্তে উল্টো তাকে দেবতা মনে করে পূজা করা শুরু করে গ্রামবাসী। ভয়ে সেই যুবতি একসময় অজ্ঞান হয়ে পড়েন। কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে সাপ সহ বাড়িতেই ফেলে রাখা হয়।

ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, ঘটনাটি ঘটেছে কানপুরের পতারা ব্লকের অরখোয়া গ্রামে শ্রবণ কুমার নামে এক ব্যক্তির বাড়িতে।

ইনাডু ইন্ডিয়ার খবরে বলা হয়, একদিন দুপুরে বাড়ির বারান্দায় গায়ে চাদর দিয়ে ঘুমিয়েছিলেন খুশবু। তার চাচী খুশবুকে ঘুম থেকে জাগানোর জন্য গায়ের চাদর সরিয়ে দেখেন খুশবুর গলায় জড়িয়ে রয়েছে সাপ। অথচ হুঁশ নেই তার।

ঘটনা জানাজানি হয়ে যায় খুব দ্রতই। এরপরই সেই বাড়িতে ভিড় জমাতে শুরু করে গ্রামবাসী। খুশবুকে দেবতা মনে করে হাতজোড় করে প্রার্থনা করতে শুরু করে তারা। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে খুশবুর।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, জ্ঞান ফিরে পাওয়ার পর গ্রামবাসীদের নাকি ভবিষ্যৎবাণী করছিলেন ওই যুবতি। মাঝে মাঝে অজ্ঞানও হয়ে পড়ছিলেন। তবে ঘণ্টা তিনেক পর সাপটি চলে যায়। এমনকি খুশবুর বাবাও এসে মেয়েকে পূজা করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন