জাকির নায়েকের ব্যাংক অ্যাকাউন্ট গোয়েন্দা নজরে

  20-01-2017 07:09AM

পিএনএস ডেস্ক: ইসলামি বক্তা জাকির নায়েকের ৭৮টি ব্যাংক অ্যাকাউন্টে নজরদারি শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ। ওই সবকটি অ্যাকাউন্টই ভারতে।
পাশপাশি, জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠন এবং রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে প্রায় ১০০ কোটি। ওই অর্থের যোগান কে বা করা দিয়েছে, সে বিষয়ে খোঁজ শুরু করেছে এনআইএ।
জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের একাধিক তদন্ত সংস্থা বিভিন্ন ধরণের অভিযোগ আনলেও, তিনি এখনো বিদেশে। তাকে ভারতে ফেরাতে কোনো কড়া পদক্ষেপ নেয়া হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
সূত্র: ইন্ডিয়া.কম

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন