নোকিয়ার অ্যান্ড্রয়েড তৈরি করবে ভারত

  01-03-2017 05:43PM

পিএনএস ডেস্ক: স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন চারটি মোবাইল ফোনের ঘোষণা দিয়েছে নোকিয়া ব্র্যান্ডের ফোন নির্মাতা ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল। এ চারটি মডেল হচ্ছে নোকিয়া ৬, ৫, ৩ ও ৩৩১০।

ভারতের গণমাধ্যম খবরে বলা হয়েছে, ভারতে তৈরি হবে নোকিয়ার এসব ফোন। এইচএমডি গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্তো নুমেলা এক সাক্ষাৎকারে বলেছেন, স্থানীয় পর্যায়ে ফোন তৈরি করবে ফক্সকন। ভারতের বাজারে আগামী জুন মাস থেকে নোকিয়ার এই মডেলগুলো পাওয়া যাবে। তবে দাম সম্পর্কে কোন তথ্য দেননি এই নির্বাহী কর্মকর্তা।

নোকিয়ার স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে এবং এতে গুগল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার বিল্টইন থাকবে। ধারণা করা হচ্ছে, ভারতে তৈরি হওয়ার কারণে নোকিয়ার মডেলগুলোর দাম ফোনের কিছুটা কম হবে।

সুত্র: জাগো নিউজ


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন