‘সাবধান, রাস্তায় সিংহ নেমেছে!’

  21-04-2017 02:59PM


পিএনএস ডেস্ক: জেব্রা ক্রসিং সব গাড়িচালকই চেনেন, কিন্তু লায়ন ক্রসিং? ভারতের গুজরাট রাজ্যের আমরেলি জেলার পিপাভাও-রাজুলা হাইওয়েতে সেই লায়ন ক্রসিংয়ের জন্য যানজট হয়ে সে এক কেলেংকারি৷

১৪ই এপ্রিলের ঘটনা, ভিডিওটা ইউটিউবে ওঠার পর তা ভাইরাল হয়ে যেতে স্বভাবতই বেশি সময় লাগেনি৷ অন্তত বারোটি এশিয়াটিক লায়নের একটি দল সন্ধ্যার অন্ধকারে রাস্তা পার হচ্ছে৷ দু'পাশে গাড়ির হেডলাইটের আলোয় তাদের স্পষ্ট দেখা যাচ্ছে৷

এএনআই নিউজে প্রকাশিত ভিডিওটি দৃশ্যত একটি গাড়ির ভিতর থেকে তোলা; ভেতরে গান বাজছে; এক মহিলা ও এক পুরুষের কথাবার্তাও শোনা যাচ্ছে৷ পুরুষটি এক-দুই-তিন করে সিংহ গোনার চেষ্টা করলেন৷

ততক্ষণে গাড়ির বাঁ দিকে এক মোটরসাইকেল চালক তার পেছনে বসা বন্ধু বা সহযোগীকে নিয়ে অকুস্থলে পৌঁছে গেছেন৷ হাফ শার্ট পরে, মোটরসাইকেল থেকে পা নামিয়ে বসে এই দুই অকুতোভয় সিংহদের রাস্তা পার হওয়া দেখছেন যেন ভেড়া কি ছাগলের পাল রাস্তা পার হচ্ছে৷

ভিডিওর শেষে বাকি সব সিংহ হাইওয়ের কংক্রিটের বাঁক পার হয়ে অন্ধকারে মিলিয়ে গেছে, শুধু এক বেচারা বোধহয় একটু দেরি করে ফেলেছিল – তার আর হাইওয়ে পার হওয়ার সাহস হয়নি; মাঝপথে উল্টোমুখে বেঁকে সে আবার ফেরৎ গেছে৷ ট্রাফিক আটকে রয়েছে তখন প্রায় পনেরো মিনিট৷

তিনটি প্রশ্ন থেকে যায়: সিংহরা কি এই হাইওয়ে নিয়মিত পার হয়? দ্বিতীয়ত, তারা কি ঠিক এ জায়গা দিয়েই পার হয়? তৃতীয়ত, ইউটিউব স্টার হওয়ার পরেও কি তারা ভরসন্ধ্যেয় ওভাবে রাস্তা পার হবে?

এএনআই-এর খবর অনুযায়ী, গুজরাটের ওই এলাকায় বহু সিংহ গাড়ি আর ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে৷

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন