ইন্দোনেশিয়ায় ১৪১জন সমকামী আটক

  22-05-2017 03:25PM

পিএনএস ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সমকামীদের একটি অনুষ্ঠান থেকে ১৪১জন পুরুষ আটক করেছে পুলিশ।

কর্মকর্তারা বলছেন, সেখানে সমকামীদের একটি 'সেক্স পার্টি' চলছিল। সেখানে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে একজন ব্রিটিশ ও একজন সিঙ্গাপুরের নাগরিক রয়েছে। সে অনুষ্ঠানে যোগ দেবার জন্য সবাই ১৪ ডলার করে দিয়েছিল।

মুসলিম প্রধান ইন্দোনেশিয়ায় সমকামীদের অস্তিত্ব রয়েছে। তাদের অভিযোগ সাম্প্রতিক বছরগুলোতে সমকামীরা নিগ্রহের শিকার হচ্ছে।
ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী সমকামিতা অবৈধ নয়। একমাত্র রক্ষণশীল আচেহ প্রদেশে সমকামিতা অবৈধ।

জাকার্তা পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হবে। ইন্দোনেশিয়ায় পর্নোগ্রাফি আইন বেশ কঠোর।

পুলিশের সে মুখপাত্র বলেন, " সমকামীরা সেখানে নগ্ন হয়ে নাচানাচি করছিল এবং হস্তমৈথুন করছিল।" ইন্দোনেশিয়ার আইনে এটি পর্নোগ্রাফির সমতুল্য।

গত সপ্তাহে আচেহ প্রদেশে সমকামিতার অভিযোগে দুজন পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। ২০১৪ সালে আচেহ প্রদেশে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন করা হয়েছে।

চলতি মাসের প্রথম দিকে সমকামীদের একটি অনুষ্ঠান থেকে পুলিশ ১৪জনকে আটক করে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ আনা হতে পারে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন