ইসরাইলকে কড়া হুঁশিয়ারি

  27-05-2017 01:17AM



পিএনএস ডেস্ক: গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, গাজার ওপর অবরোধ অব্যাহত রাখার পরিণতি হবে ভয়াবহ।

গাজায় বিদ্যুৎ সরবরাহ কমানোর ইসরাইলি সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেছে হামাস। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষকে হামাস ঠিক মতো ট্যাক্স দিচ্ছে না-এ অজুহাতে গাজায় বিদ্যুৎ সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে ইসরাইল।

ইসরাইলের মন্ত্রিসভার সমন্বয় বিষয়ক কর্মকর্তা ইউফ মুর্দেখাই বলেছেন, ইসরাইলি বিদ্যুৎ লাইনের মাধ্যমে গাজায় সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ কমিয়ে দেওয়া হবে। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে গাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে বলে এর আগে খবর বেরিয়েছিল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন