লস এঞ্জেলেসের পাহাড়ের জঙ্গলে আগুন

  30-05-2017 12:57AM



পিএনএস ডেস্ক: রবিবার লস এঞ্জেলেসের ছোট্ট পাহাড়ের ত্রিশ একরবিশিষ্ট জঙ্গলে আগুন ধরেছে । এ আগুন নেভানোর কাজ করছে প্রায় ১৫০ এর অধিক দমকলকর্মী ।

পাঁচটি বাড়ি আগুনে আক্রান্ত হয়েছিল এবং ব্রেন্টউড শহরের ম্যান্ডেভিল্লে ক্যানিয়নের খাড়া ছোট্ট পাহাড় আচ্ছাদিত আগাছা ঝাড়ে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনের ধোঁয়া কয়েক মাইল দূর থেকে দৃশ্যমান হচ্ছে।

জল কারেল বিমানের সহায়তায় দমকলকর্মীরা সন্ধ্যার পূর্বেই ৭০ শতাংশ আগুনে নিভাতে সক্ষম হয়েছে।

এলএইএফডি এর অগ্নিনির্বাপক ইউনিটের সুপারভাইজার বলেন, একটি বেসরকারি কোম্পানি, যারা ম্যান্ডেভিল্লে ক্যানিয়ন রোডে আগাছা পরিস্কার করার কাজে আগাছা ভ্যাকার ব্যবহার করে।

এই গিরিখাতের মধ্য দিয়ে পাঁচ মাইল বিস্তৃত এলাকায় লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে ধনী নাগরিকদের বসবাস এবং এখানে প্রাক্তন গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার এবং প্যাট্রিয়টসের ক্যুয়ার্টাবার্ট টম ব্র্যাডি এর মালিকানাধীন ম্যানশন রয়েছে।

লস এঞ্জেলেসের পূর্বদিকের মরুভূমিতে ৪০ একর বিশিষ্ট ঝাড়ে আগুন ধরার কারণে মক্কা শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে ৫০ জন বেরিয়ে যেতে বাধ্য হয়।

রিভারসাইড কাউন্টি ফায়ার কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের ৫০ শতাংশ আগুন নেভানোর পর ওই এলাকার বাসিন্দারা এলাকা ফিরে আসার অনুমতি পায়।

এসোসিয়েটেড প্রেস অবলম্বনে

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন