আবারো লন্ডনে জঙ্গি হামলায় মৃত এক, আহত ১০

  19-06-2017 02:51PM

পিএনএস ডেস্ক : ফের জঙ্গি হামলার শিকার লন্ডন৷সোমবার সকালে একটি মসজিদের সামনে জঙ্গি হামলাটি ঘটে৷ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷আহত আরও ১০ জন৷ সম্প্রতি পরপর দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটে ঘটে লন্ডনে৷গাড়ি চাপা দিয়ে সাধারণ মানুষকে হত্যা করে জঙ্গিরা৷ সোমবারের ঘটনাতেও একই কায়দা অবলম্বন করা হয়েছে বলে খবর৷ঘটনায় গ্রেফতার অভিযুক্ত গাড়ির চালক৷

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ৷ অভিযুক্ত গাড়ির চালককে ইতিমধ্যে গ্রেফতার করা গিয়েছে৷ একই সঙ্গে পুলিশের তরফে বলা হয়েছে, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ আটজনকে গুরুতর আহত অবস্থায় আলাদা আলাদা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ পাশাপাশি আরও দু’জন আহত হলেও তবে তাঁদের চোট তেমন গুরুতর নয়৷ প্রাথমিক চিকিৎসার পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে৷

ডেভিড রবিনসন নামে এক প্রত্যক্ষদর্শীর মতে, হঠাৎ করে একসঙ্গে বহু মানুষের চিৎকার শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি৷ তারপর দেখেন একের পর এক পথ চলতি মানুষকে ধাক্কা দিচ্ছে ভ্যানটি৷ এরপরেই পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে ওই ভ্যান চালককে গ্রেফতার করে৷আইএস জঙ্গিদের তরফে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে লন্ডন পুলিশের তরফে মনে করা হচ্ছে৷

দিন কয়েক আগেই লন্ডনে পর পর দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটে৷সেক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করেছিল জঙ্গিরা৷ সেই ঘটনার রেষ কাটতে না কাটতে ফের এই ঘটনা প্রশ্ন তুলে দিল টেমসের পাড়ের নিরাপত্তা নিয়ে৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন