মিশরে ২৮ জনের মৃত্যুদণ্ড

  23-07-2017 12:31AM



পিএনএস ডেস্ক: মিশরে দুই বছর আগে একজন শীর্ষ প্রসিকিউটর গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনায় ৬৬ জনের বিরুদ্ধে রায় দিয়েছে আদালত। দণ্ডিতদের মধ্যে ২৮ জনকেই দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। এছাড়া ১৫ জনকে যাবজ্জীবন, আটজনকে ১৫ বছর এবং ১৫ জনকে ১০ দশ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার কায়রোর অপরাধ আদালত এ রায় ঘোষণা করে বলে বিচার বিভাগীয় ও পুলিশ সূত্রের বরাতে জানায় বার্তা সংস্থা এএফপি।

ঘোষিত মৃত্যুদণ্ডগুলো আগেই দেশটির গ্রান্ড মুফতি অনুমোদন করেছেন। তবে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।

হিশাম বারাকাত নামের প্রসিকিউটর ২০১৫ সালে এক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। এ ঘটনার জন্য কেউ দায় স্বীকার করেনি।

তবে মিশরীয় পুলিশ দাবি করেছিল, ওই ঘটনার পরিকল্পনার জন্য যাদের গ্রেফতার করা হয়েছিল এবং যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল তারা মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন।

উল্লেখ্য, মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। ২০১৩ সালের জুনে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতা দখল করেন। এরপর থেকে মুরসি বন্দি রয়েছেন।

এরপর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়। এছাড়া মুরসিসহ ব্রাদারহুডের শীর্ষ নেতাদের বিচারের মুখোমুখি করা হয়।

এ পর্যন্ত মুরসির শত শত সমর্থককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে মিশরের বিভিন্ন আদালত। তবে পরবর্তীতে আপিল করে তাদের অনেকে নির্দোষ প্রমাণিত হয়েছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন