মুসলিম বলেই ফাঁসানো হচ্ছে: জাকির নায়েক

  18-08-2017 03:50PM


পিএনএস ডেস্ক: ভারতীয় তদন্ত সংস্থা এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ তুলে ইন্টারপোলকে জাকির নায়েক জানিয়েছেন, মুসলিম বলেই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাকে টার্গেট করছে।

জাকির নায়েক বর্তমানে সৌদি আরবে নাগরিকত্ব নিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, জাকির নায়েককে সন্ত্রাসবাদে ইন্ধন এবং আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত করে ভারত। এনআইএ গত ১১ মে ইন্টারপোল এবং সিবিআই-কে চিঠি দিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার জন্য আবেদন করে।

এরপর জাকির নায়েক ইন্টারপোলকে জানায়, সে মুসলিম হওয়াতে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাকে টার্গেট করছে।

জাকির নায়েকের দাবি, তার ভাষণ বা বক্তব্য ‘জেহাদ’কে উসকানোর জন্য ছিল না। তার ভাষণ ছিল শান্তির জন্য।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন