রোহিঙ্গাদের জন্য বিশ্ব সম্মেলের ডাক দিয়েছে জাতিসংঘ

  18-10-2017 01:21AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য। আগামী ২৩ অক্টোবর জেনেভায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে জাতিসংঘের তিন সংস্থা আগামী ২৩ অক্টোবর জেনেভায় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জরুরি ত্রাণ সমন্বয়ক ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকোক ও আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক এজেন্সি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আওএম) মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং এ সম্মেলনের পরিকল্পনা করেন।

রোহিঙ্গা সমস্যাকে জরুরি মানবিক সঙ্কট হিসেবে অভিহিত করে তিন সংস্থা প্রধানের যুক্ত বিবৃতিতে রোহিঙ্গা সংকটকে জরুরি মানবিক সংকট হিসেবেও চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে কুয়েত ও ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্মেলনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্টে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের মতে, এ অঞ্চলে কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে বেশি সংখ্যক বহিরাগত মানুষের প্রবেশ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন