আইএস ‘রাজধানী’ পুনর্দখল করল কুর্দ-সিরিয়ান জোট সেনা

  18-10-2017 01:41AM

পিএনএস ডেস্ক: অবশেষে চূড়ান্ত বিজয়। মানবতার পতাকা উর্দ্ধে রেখেই ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের ‘রাজধানী’ রাক্কা শহরের দখল নিল কুর্দ-সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস জোট সেনা।

তাদের সমর্থন করেছে মার্কিন সেনাবাহিনী।

বিবিসি জানাচ্ছে, রাক্কা শহর সম্পূর্ণ জঙ্গি মুক্ত। সেখানে বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার রাক্কার স্টেডিয়ামে পতাকা উড়িয়েছে আই বিরোধী সেনা জোট।

২০১৪ সালের শুরুর ‍দিকে রাক্কা দখল করেছিল আইএস। তখনই শহরটিকে ইসলামিক স্টেট তাদের ঘোষিত ‘খিলাফতের’ রাজধানী হিসেবে ঘোষণা করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাক্কা থেকে আইএস জঙ্গিরা পুরোপুরি নির্মূল হয়েছে।

রাক্কা থেকে আইএসকে হটাতে গত জুন মাসের ৬ তারিখে চূড়ান্ত অভিযান শুরু করে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস( এসডিএফ)। তাদের সাহায্য করেত রাক্কায় লাগাতার বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।

ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহাসিক নগরী রাক্কা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন