রাকা অভিযানে নিহত ৩,২৫০ জন

  18-10-2017 12:08PM

পিএনএস ডেস্ক:রাকা শহর দখলের অভিযানে মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ'র হাতে মারা গেছে অন্তত ৩,২৫০ জন মানুষ। এর মধ্যে তিনভাগের একভাগ বেসামরিক লোকজন।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে। রাকা ছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কথিত রাজধানী।

শহরটি দখলের জন্য চার মাস আগে এসডিএফ অভিযান শুরু করে এবং সম্প্রতি মার্কিন বাহিনীর মধ্যস্থতায় দায়েশের সঙ্গে এসডিএফ'র চুক্তি হয়েছিল যে, রাকা থেকে দায়েশ সন্ত্রাসীদেরকে নিরাপদে দেইর আয-যোর শহরে চলে দেয়া হবে। কিন্তু রাকা অভিযানে এসডিএফ ঠিকই দায়েশের প্রতিরোধের মুখে পড়ে।

এদিকে, এসডিএফ'র অন্যতম মুখপাত্র মুসাফা বালি জানিয়েছেন, রাকা শহরের একটি হাসাপাতালে অভিযান চালানোর সময় ২২ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। হাসপাতালটিকে দায়েশ দীর্ঘদিন ধরে তাদের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে আসছিল।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন