বাবরি মসজিদের মতো অবস্থা হতে পারে তাজমহলের

  19-10-2017 01:25PM

পিএনএস ডেস্ক: বাবরি মসজিদের যে অবস্থা হয়েছিল, একই অবস্থা তাজমহলেরও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খান।

বুধবার বিজেপি বিধায়ক বিনয় কাটিয়া বলেন, তাজমহল অতীতে হিন্দু মন্দির ছিল। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই একথা বলেন সমাজবাদী পার্টির নেতা।

আজম খান বলেছেন, ‘যদি বাবরি মসজিদ ধ্বংস হতে পারে তাহলে যেকোনো বহুতল ভেঙে পড়তে পারে। এই পরিস্তিতিতে তাজমহলও যেকোনো দিন ধ্বংস হয়ে যেতে পারে। যদি রাম মন্দিরের নামে বাবরি মসজিদ ধ্বংস হতে পারে, তাহলে এরা যা খুশি করতে পারে।’

তিনি আরো বলেন, বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল কারণ মানুষের মনে হয়েছিল সেখানে হিন্দু মন্দির ছিল। সেই কারণেই দেশের কোনো জায়গায় প্রার্থনা করা সুরক্ষিত নয়।

১৯৯২ সালের ঘটনার জের টেনে আজম খান বলেন, সেই সময় হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, দুইই ছিল। কিন্তু তাও মসজিদ ধ্বংস হল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তাজমহলেরও একই গতি হতে যাচ্ছে। কিন্তু যেহেতু আন্তর্জাতিক অনেক বিষয় এর সঙ্গে জড়িয়ে আছে, তাই এখনো তাজমহল টিকে আছে।’

এর আগে তাজমহল সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিনয় কাটিয়া বলেন, যে জায়গায় তাজ মহল দাঁড়িয়ে সেখানে শিব মন্দির ছিল। হিন্দুরা সেখানে পুজো দিত। ওই জায়গায় হিন্দু দেব-দেবীদের অনেক চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছিল। মুগলরাই সেই মন্দির গুড়িয়ে সেখানে তাজমহল তৈরি করে।

তবে এরপরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘কে এটি তৈরি করেছে, সেটা বড় বিষয় নয়। ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘাম ঝরিয়ে তৈরি হয়েছে তাজমহল। কে এটা তৈরি করেছে আর কেন করেছে, তার গভীরে আমি যেতে চাই না।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন