বেঁধে দেয়া আল্টিমেটাম শেষ হলেও পদত্যাগ করেননি মুগাবে

  21-11-2017 12:39AM

পিএনএস ডেস্ক: জিম্বাবুয়ের ক্ষমতাসীন দলের বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও পদত্যাগ করেননি প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। জাতির উদ্দেশে তার দেয়া ভাষণ শুনেও হতাশ হয়েছে জনগণ।

জনগণের প্রত্যাশা ছিল, বোববার বিকেলে জাতির উদ্দেশে দেয়া সরাসরি ভাষণে পদত্যাগের ঘোষণা দেবেন মুগাবে। কিন্তু গত ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও পদত্যাগ করতে রাজি নন তিনি।

দেশটির ভাইস প্রেসিডেন্টকে বরখাস্তের এক সপ্তাহের মাথায় অভ্যুত্থান ঘটিয়ে গত ১৫ আগস্ট মুগাবেকে গৃহবন্দী করে রাখে সেনাবাহিনী। তারপর মুগাবের দল এবং হাজার হাজার নাগরিক তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু করে।

জানু-পিএফ পার্টির কেন্দ্রীয় কমিটি তাকে গত রোববার বরখাস্ত করে প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। তবে সোমবার বিকেল পর্যন্ত বেঁধে দেয়া সময়সীমা শেষ হলেও পদত্যাগ করেননি তিনি।
সূত্র : আল জাজিরা

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন