যে কারণে কাতার পালালেন আরব আমিরাতি যুবরাজ!

পিএনএস ডেস্ক :প্রাণ বাঁচাতে দেশ থেকে পালিয়ে কাতারে আশ্রয় নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ রশিদ বিন হামাদ আল শারকি।

আবুধাবির শাসককের সমালোচনা করায় ৩১ বছর বয়সী এ যুবরাজের জীবন হুমকির মুখে পড়ে। যুবরাজ রশিদ বিন হামাদ আল ফুজাইরার শাসকের দ্বিতীয় ছেলে।

আমিরাত শাসক ব্ল্যাকমেল এবং মানি লন্ডারিং করছেন অভিযোগ করে শাসকের বিরুদ্ধে বক্তব্য রাখেন তিনি। এছাড়া ইয়েমেন যুদ্ধে আমিরাতের সৈন্যদের নিয়ে আমিরাতের শাসকদের মধ্যে উত্তেজনা সম্পর্কেও মন্তব্য করেন তিনি।

আমিরাতে একশ’ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শেখ রশিদ বিন হামাদ আল-শারকি (৩১) ফুজাইরাহ এর আমিরের দ্বিতীয় সন্তান। ফুজাইরাহ হলো সংযুক্ত আরব আমিরাতের ৭টি রাজবংশের একটি। এর মধ্যে আবুধাবি সবচেয়ে ধনী আমিরাত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন