ডলারের দাম কমেছে ভারতেও

  10-11-2018 01:48PM

পিএনএস ডেস্ক : আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির হাত থেকে ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিরোধীরা বাধা দিতে পারেন। তাই তাঁর ক্ষমতা আগের থেকে কিছুটা সীমিত হতে পারে বলে তৈরি হওয়া ধারণার প্রভাব মার্কিন মুদ্রার উপর পড়ছে বলেই মনে করছেন ভারতের বিশেষজ্ঞরা।

ভারতে গতকাল মার্কিন মুদ্রাটির দাম কমেছে ৫০ পয়সা। এক ডলারের দাম দাঁড়িয়েছে ৭২.৫০ রুপি। এ নিয়ে গত দু’দিনের লেনদেনেই ডলার দাম ৬২ পয়সা কমেছে। এতে মার্কিন মুদ্রাটির জোগান বেড়েছে। পড়েছে তার দামও। খবর আনন্দবাজার।

গতকাল সকালের দিকে ডলারের দাম দ্রুত কমছিল। কিন্তু মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখায় কিছুটা উপরের দিকে উঠেছে ডলারের দাম। তবে ভারতে ডলারের দাম আরও পড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞাদের।

অনেকের মতে, রুপির দাম বাড়া ও বিশ্ব বাজারে অশোধিত তেলের দর কমার প্রভাবে ভারতের চলতি খাতে ঘাটতি কমতে পারে। যার ইতিবাচক প্রভাব দেশের শেয়ার বাজারেও পড়ার সম্ভাবনা রয়েছে। ডলারের দাম আরও নামলে কমবে সোনার দামও।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন