গণহত্যার দায়ে খেমারুজের দুই নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড

  16-11-2018 05:03PM

পিএনএস ডেস্ক : ১৯৭৫- ১৯৭৯ সালে খেমারুজ শাসনকালে গণহত্যার দায়ে খেমারুজের দুই জ্যেষ্ঠ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জাতিসংঘ সমর্থিত যুদ্ধাপরাধ আদালত শুক্রবার এ ঐতিহাসিক রায় দেন। খবর এএফপির।

আদালতের বিচারক জজ নীল নুন বলেন, এটি একটি গণহত্যা। চ্যাম প্রদেশের মুসলিম ও ভিয়েতনামী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল। আদালতে প্রমাণিত হয়েছে যে, সমস্ত অপরাধের জন্য নুওন চীই দায়ী। বিচরে তাককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, প্রাদেশিক প্রধান কিউ সামফানও ভিয়েতনামী নৃগোষ্ঠীর গণহত্যায় দোষী সাব্যস্ত হয়েছে এবং তিনিও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন